বন্যার কবলে জামালপুর মেলান্দহের মানুষ, জনজীবনে দুর্ভোগ

মোঃ বায়েজিদ কবির প্রকাশিত: ৩ সেপ্টেম্বর , ২০২৩ ১৬:০২ আপডেট: ৩ সেপ্টেম্বর , ২০২৩ ১৬:০২ পিএম
বন্যার কবলে জামালপুর মেলান্দহের মানুষ, জনজীবনে দুর্ভোগ

জামালপুরে উজানের পাহাড়ি ঢলে যমুনা ও ব্রহ্মপুত্রের পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে জামালপুর জেলা  মেলান্দহ  উপজেলার কয়েকটি ইউনিয়ন,  ইউনিয়নের প্রায় কয়েক  হাজার পরিবার , ডুবে গেছে  রাস্তা ঘাট, আবাদি জমি, আমন রোপণের বীজ তলা, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, যার ফলে  বিশুদ্ধ পানি ও গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।

এতে মানবেতর জীবনযাপন করছে বন্যাকবলিত পরিবারগুলোর। বর্তমান ৪নংনাংলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আশরাফ আলী গতকাল শনিবার বিকেল বেলা বন্যা দূর্গত এলাকা ঘুরে দেখেন,বানভাসি মানুষের  খোঁজ খবর নেন। পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আব্দুল মান্নান বলেন, গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি পাঁচ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও দু-একদিন পানি বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে মেলান্দহ উপজেলা  নতুন করে আরও অনেক পরিবার  পানি বন্দী হয়ে পড়বে চরম ক্ষতির সম্মুখীন হবে বন্যা কবলিত এলাকার মানুষ।

এই বিভাগের আরোও খবর

Logo