ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে মেলান্দহ উপজেলার নইলাঘাট সকাল বাজারের ছোট মাছ,এই মাছ কিনতে বহু দূর দুরান্ত থেকে আসে মানুষ। ক্রেতা সাধারণের কাছে জানতে চাইলে তারা বলেন দামে একটু বেশি হলেও বিল থেকে জেলেদের হাতে সদ্য ধরা টাটকা ছোট এ মাছের স্বাদের তুলনা হয়না বাজারের গা ঘেঁষে আছে অনেক গুলো বিল যেমন নইলা বিল,বরাদ্দ বিল,সাতকুড়ি বিল,কাইরে বিল,চৌমুন বিল,কাছমে বিল আরও অসংখ্য বিল রয়েছে এ বাজারের আসে পাশে।
এ বাজারে মাছের দাম ভালো পাওয়ায় আসে পাশে আরও অনেক ছোট বাজার থাকা সত্বেও মাছের আমদানি এ বাজারেই বেশি, আর ক্রেতার সমাগম মাত্রা অতিরিক্ত হওয়ায় চড়া দামে মাছ বিক্রি করা যায়, এতে সন্তুষ্ট জেলেরাও। সকাল ভোর থেকে এ বাজারের কেনাকাটা শুরু হওয়ার ফলে, বাজার করে সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে, সকল কাজে যোগদান করা যায় এ বাজারের কৃষকের হাতের টাটকা সবজির চাহিদাও কমনা বাজার কমিটির বক্তব্যে তারা বলেন খেতে চাইলে স্বাদের মাছ আসতে হবে নইলাঘাট।