মানবতা ও প্রেম একই শব্দ। শব্দগত দিক থেকে দুইটা আলাদা শব্দ হলেও অর্থগত দিক থেকে মানবতা ও প্রেমের অর্থ একই।মানুষের অবস্থা থেকে প্রাপ্ত পরার্থপর নৈতিকতার সাথে যুক্ত একটি গুণের নাম হল মানবতা। এটি একে অপরের প্রতি মানুষের ভালোবাসা ও সহানুভূতি নির্দেশ করে।
কিন্তু আজকের সমাজে মানবতা মানুষের নিষ্ঠুরতা ও পৈশাচিকতা কাছে বারবার ভূলন্ঠিত হচ্ছে। কিছু মানবতার ধর্ষণকারীর হাতে বারবার মানবতার সম্ভ্রমহানি হচ্ছে । যার জ্বলন্ত উদাহরণ, মেধাবীদের বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের চাপে পড়ে তথাকথিত ফ্যাসিবাদ সরকারের পতনের এক মাসের ভিতরে তিন তিনবার মানবতার মর্মান্তিক মৃত্যু। এই তিনটা মৃত্যু আমাদের সামনে এসেছে হয়তো আমরা তাই বলতে পারছি, তদন্ত করলে দেখা যাবে, আমাদের মেধাবীদের দ্বারা আরো কত হাজার মানবতার মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
আমরা যদি একটু দেখি, নিকট অতীতের (মাসুদ, শামীম ও তোফাজ্জ্বলের এই অনাকাঙ্ক্ষিত ও বীভৎস মৃত্যুগুলোর প্রধান কারণ ছিল খাদ্য। প্রাচীন ভারতীয় সাহিত্যের খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাবদের গোড়া থেকেই খাদ্য বলতে ভাতের নাম উল্লেখ করা যায়। আর ভাতের সাথে রসনার বিলাসী হিসেবে আমরা খেয়ে থাকি শাকসবজি ডাল মাছ ও মাংসসহ ইত্যাদি ইত্যাদি। এক পরিসংখ্যানে দেখা যায়, বর্তমান বিশ্বে মাথা পিছু হিসেবে বাংলাদেশিরা এক নাম্বার ভাত খেকো জাতি । ( সূত্র-- ওয়ার্ল্ড পপুলেশন বিডি)। বছরে মাথাপিছু ২৫৭ কেজি ভাত খায় বাংলাদেশীরা।
বাঙালি জাতির এক শিক্ষিত ও মেধাবী এবং মানসিক ভারসাম্যহীন যুবক মরহুম তোফাজ্জল এশিয়ার বিখ্যাত বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী নামক কিছু হিংস্র পশু ছাত্রের কাছে ভাত খেতে চেয়েছিল। হ্যা, তারা মানবতার কারণে তোফাজ্জলকে যত্ন করে খাইয়েছে, ভালো-মন্দ কথাবার্তা বলেছে, এক লোমকা ভাত, একটা লাঠির বাড়ি, একটা কঠিন চটোপঘাত, দ্বারা আপ্যায়ন করা হয়েছিল তোফাজ্জল ভাইকে। লাঠি কিল খুশি দ্বারা এমন আদর যত্নে তাকে ভাত খাওয়ানো হচ্ছিল এক পর্যায়ে বেচারা মারা গেল। মাসুদের ক্ষেত্রেও প্রায় একই ঘটনা ঘটেছিলো।। তাকে তো পানি পর্যন্ত পান করতে দেয়া হয় নাই। সে তৃষ্ণার্ত হৃদয়ে আমাদের সম্মানিত মেধাবীদের হাতে শারীরিকভাবে নির্যাতিত হয়ে পরকালে চলে যায়। এ মৃত্যুগুলো আসলে কি মেনে নেয়া যায়। আমার বলার মত, লেখার মতন ভাষার নেই। বাকরুদ্ধ হয়ে পড়ছি আমি বরং বর। তাই বাংলাদেশের ১৮ কোটি জনগণের কাছে, মাসুদ, শামীম, তোফাজ্জলসহ নাম না জানা আরো হাজারো ভাইয়ের হত্যার বিচার চাই।