জাতীয় প্রাথমিক শিক্ষা পদক যশোর জেলা পর্যায়ের প্রতিযোগিতা মঙ্গলবার সদরের বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। এ প্রতিযোগিতায় শীর্ষস্থানে রয়েছে সদর উপজেলা । ক্রীড়া, সাংস্কৃতিক,বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং ইভেন্টে ৩৬ জন প্রথম স্থান অধিকার করেছে। তার মধ্যে সদর উপজেলায় প্রথম স্থান অধিকারী ৮ শিক্ষার্থী। এতথ্য নিশ্চিত করেছেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।
এছাড়া মনিরামপুরে ৭, অভয়নগরে ৬, কেশবপুরে ৫, বাঘারপাড়া ৫, ঝিকরগাছা ৪, চৌগাছায় ১ শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছে। ২৫৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়ে ৩৬ শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছে।সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের সভাপতিত্বে উপ¯ি’ত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিয়ার রহমান, ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেহেলী ফেরদৌস, চৌগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, বাঘারপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশমত আরা পারভীন, কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল রব, অভয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কাশেম প্রমুখ।
জেলা পর্যায়ের প্রথম ¯’ান অধিকারীরা খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।বিকেলে বিঝয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা।