ঝালকাঠিতে দ্বিতীয় দিনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। ৫ জুলাই, সরকার পতনের পর দেশের সেবায় তারা নিজ কর্তব্য পালন করছেন। গত (বুধবার) দিন থেকে শুরু করে যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষার্থীরা ঝালকাঠি পৌরসভা'র— কলেজ মোড়, ফায়ার সার্ভিস মোড়, বাস স্টান্ড, সাধনার মোড় ও অন্যান্য যানজটপূর্ণ স্থানে নিরলসভাবে কাজ করছেন। এমনকি দুপুরের খাবার খেতে অনেকে বাসায় যাননি। তারা এ সময় গাড়ি চালক, সাধারণ জনগণ ও সেনা কর্মকর্তাদের বেশ প্রশংসা ও ভালোবাসা পেয়েছেন।
ঠিক ট্রাফিক সিগন্যাল পালনের ন্যায়, তাদের সিগন্যাল মেনে চলেছেন চালকরা। কেউ কেউ তাদেরকে নাস্তা-পানি ও দুপুরের আহার করিয়েছেন।এ ধারাবাহিকতা আজও চলছে। গত দিন (বুধবার) চালকদের সতর্ক করে দেয়া হয়েছে গাড়ি চালানোর নিয়ম-বিধি সম্পর্কে। আজ (বৃহস্পতিবার) প্রতি মোড়ে হেলমেট আছে কিনা তা চেক করা হচ্ছে। এ সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থী ছাড়াও নানা সেচ্ছাসেবী সংগঠনের তৎপরতা দেখা যায়।