রবিবার (০৬ অক্টোবর ২০২৪ খ্রিঃ) রাত ০১.১০ ঘটিকায় বাঘারপাড়া থানা পুলিশের এসআই(নিঃ)/প্রসেনজিৎ কুমার মন্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে সাতক্ষীরা হতে ছেড়ে আসা একটি পরিবহনে করে দুই জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য বহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
এই সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করে এসআই(নিঃ)/ প্রসেনজিৎ ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম যশোর-নড়াইল মহাসড়কের চাড়াভিটা এলাকায় সন্দেহজনক বাসটিকে থামিয়ে ব্যাপক তল্লাশির একপর্যায়ে ১নং আসামি মাহাতাব ফকির (৩৪) ও ২নং আসামি মোঃ সাইফুল ইসলাম(৩৩) কে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা স্বীকার করে এবং তাদের নিকট থাকা ব্যাগ হতে সর্বমোট ৮৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল বের করে দেয়।
পরবর্তীতে গাড়িতে থাকা ড্রাইভার, হেল্পার ও যাত্রীদের উপস্থিতিতে উক্ত ৮৫ বোতল ফেনসিডিল(যার অনুমান মূল্য -১,৭০,০০০/- টাকা মাত্র) জব্দ পূর্বক দুইজনকে গ্ৰেফতার করা হয়।গ্ৰেফতারকৃতরা হলেন উলাসী(খালপাড়া) গ্ৰামের আরশাদ আলীর ছেলে মাহাতাব ফকির (৩৪) এবং অপর ব্যক্তি হলেন যদুনাথপুর গ্ৰামের নাছির উদ্দিনের ছেলে মোঃ সাইফুল ইসলাম(৩৩), তাদের উভয়ের বাড়ি যশোর জেলার শার্শা থানায়।পরবর্তীতে এই সংক্রান্তে উক্ত থানায় মামলা রুজু হয় এবং তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।