বাগাতিপাড়ায় শেখ রাসেল দিবস ও জন্মদিন উদযাপন! নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের বাগাতিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন এবং শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি মালঞ্চি বাজার হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের কাছে এসে শেষ হয়। পরে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগাতিপাড়ায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শহিদুল ইসলাম বকুল এমপি।
উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। উপজেলা প্রশাসনের আয়াজনে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুরাইয়া মমতাজ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু, সহ-সভাপতি আব্দুল ওয়াহাব প্রমূখ। বাগাতিপাড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সদন প্রদান করেন এমপি বকুল।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সদন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শহিদুল ইসলাম এমপি। বাগাতিপাড়ায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন উপজেলা প্রশাসন
এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া করা হয়। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া করা হয়।