ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ৬ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

মোঃ শফিকুল ইসলাম দুলাল প্রকাশিত: ১৮ ডিসেম্বর , ২০২৩ ০৯:০৯ আপডেট: ১৮ ডিসেম্বর , ২০২৩ ০৯:০৯ এএম
ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ৬ জনের মনোনয়নপত্র প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৫ হাজার ৬০৪ জন

সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁও। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ ৩ টি আসনে অপর ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

জেলা রিটার্নিং অফিস সুত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনে ওয়ার্কার্স পাটির প্রার্থী এ্যাড. ইমরান হসেন চৌধুরী ও জাকের পার্টির প্রার্থী মাহবুবর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অপর ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা  করবেন।

অপরদিকে ঠাকুরগাঁও-২ আসনে জাকের পার্টির প্রার্থী নুর আলম সিদ্দিকী ও তৃনমূল বিএনপির মোজাফফর হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা  করবেন।

ঠাকুরগাঁও-৩ আসনে এন,পি,পি'র প্রার্থী সালাউদ্দিন মনোনয়ন প্রত্যাহার করেছেন। ওই আসনে আ'লীগের মনোনীত প্রার্থী এমদাদুল হককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আ'লীগ। ফলে এ আসনে অপর ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।


উল্লেখ্য ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৫ হাজার ৬০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৮১ হাজার ৬৮৮ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৯১২ জন। তিনটি আসনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪১৭ টি।

এই বিভাগের আরোও খবর

Logo