ঠাকুরগাঁওয়ে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে বিজ্ঞান গ্যালারি উদ্বোধন

মোঃ আব্দুল মতিন সায়েদি প্রকাশিত: ২০ ডিসেম্বর , ২০২৩ ১১:০৭ আপডেট: ২০ ডিসেম্বর , ২০২৩ ১১:০৭ এএম
ঠাকুরগাঁওয়ে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে বিজ্ঞান গ্যালারি উদ্বোধন
লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরের যাত্রা শুরু হয় ২০০৬ সালে। তৃণমূল লোকজ গ্যালারি দিয়ে এ জাদুঘরের যাত্রা শুরু হলেও পরে আরও তিনটি গ্যালারি সংযোজন করা হয়

আজ (২০ ডিসেম্বর ২০২৩) ঠাকুরগাঁওয়ের পূর্ব আকচায় অবস্থিত লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে বিজ্ঞান গ্যালারির উদ্বোধনের আয়োজন করা হয়। বিজ্ঞান গ্যালারির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ-এর মাননীয় সদস্য (সিনিয়র সচিব) জনাব মোসাম্মৎ নাসিমা বেগম মহোদয়। উক্ত বিজ্ঞান গ্যালারিতে আগুনের আবিষ্কার থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির নানান বিষয় ব্যাখ্যা ও ছবি সহ তুলে ধরা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ-এর প্রধান (অতিরিক্ত সচিব) জনাব মো. মাহবুবুল ইসলাম মহোদয়, জনাব এস. এম. হাবিবুল হাসান (অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ঠাকুরগাঁও), অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব জনাব পরিমল সরকার, ঠাকুরগাঁও জেলায় পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত জনাব মোছা. লিজা বেগম, ইএসডিও নির্বাহী পরিষদের চেয়ারম্যান জনাব সফিকুল ইসলাম, ইএসডিও নির্বাহী পরিষদের সদস্য জনাব আখতারুজ্জামান ও জনাব সাকেরুল্লাহ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব লুৎফর রহমান এবং ইএসডিও'র উন্নয়ন কর্মীবৃন্দ।

লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরের যাত্রা শুরু হয় ২০০৬ সালে। তৃণমূল লোকজ গ্যালারি দিয়ে এ জাদুঘরের যাত্রা শুরু হলেও পরে আরও তিনটি গ্যালারি সংযোজন করা হয়। এবার নতুন করে যুক্ত করা হলো বিজ্ঞান গ্যালারি। বর্তমানে এ জাদুঘরের গ্যালারিগুলো হলো-তৃণমূল লোকজ গ্যালারি, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গ্যালারি, নদী গ্যালারি, মুক্তিযুদ্ধ গ্যালারি এবং বিজ্ঞান গ্যালারি। প্রত্যেকটা গ্যালারিই আলাদা আলাদা বিষয়বস্তুর উপর ভিত্তি করে সাজানো, যা ইতিহাস ও ঐতিহ্যের শিকড় নতুন প্রজন্মকে জানানোর প্রয়াসে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।

এই বিভাগের আরোও খবর

Logo