ঠাকুরগাঁও সি.এম.আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ভালো মূল্যায়নের জন্য করণীয় বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও মা অভিভাবকদের সমন্বয়ে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
১১ অক্টোবর বুধবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে অভিভাবক মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতি তার বক্তব্যে শিক্ষার্থীদের ভালো মূল্যায়নে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত আসার জন্য শিক্ষকদের ও মা অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। শিক্ষার্থীদের মোবাইল ফোন থেকে সম্পর্ক ছিন্ন করে বইয়ের প্রতি মনোযোগী হলে ভালো মূল্যায়ন করা সম্ভব বলে প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান শিক্ষক জনাব দীপেন্দ্র নাথ ঝাঁ এর সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য রাখেন,সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ শফিকুল ইসলাম দুলাল, সহকারী শিক্ষক জনাব মোঃ রবিউল ইসলাম,মোঃ তোয়াবুর রহমান,সহকারী শিক্ষিকা মাসুমা বেগম, মনসুরা তারমিন সোনালী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও মা অভিভাবক বৃন্দ ।