দাগনভূঞা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সুমন সম্পাদক রনি

দেওয়ান মোঃ ইকবাল প্রকাশিত: ২০ জানুয়ারী , ২০২৪ ১২:৪৬ আপডেট: ২০ জানুয়ারী , ২০২৪ ১২:৪৬ পিএম
দাগনভূঞা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সুমন সম্পাদক রনি
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ফেনীর দাগনভূঞা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এ নির্বাচনে দুটি পদে মোট ৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ২৬ জন ভোটারের মধ্যে ২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রবাসে থাকায় একজন ভোটার অংশগ্রহণ করতে পারেননি।

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ফেনীর দাগনভূঞা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এ নির্বাচনে দুটি পদে মোট ৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ২৬ জন ভোটারের মধ্যে ২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রবাসে থাকায় একজন ভোটার অংশগ্রহণ করতে পারেননি।

ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সদস্য গোলাম কিবরিয়া আজাদ ফলাফল ঘোষণা করেন।নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের মোঃ ইয়াছিন সুমন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি সমকাল প্রতিনিধি ইমাম হাছান কচি পেয়েছে ৬ ভোট।সাধারণ সম্পাদক পদে দ্য নিউ নেশনের মোঃ ইয়াছিন করীম রনি ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি দৈনিক ফেনী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পেয়েছে ৬ ভোট ও সাপ্তাহিক স্বাস্থ্যকথা প্রতিনিধি শহিদুল ইসলাম তোতা পেয়েছেন ২ ভোট।

দাগনভূঞা প্রেসক্লাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা। অন্যান্য নির্বাচন কমিশনের সদস্যরা হলেন বাংলাদেশ শিক্ষক সমিতি দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, ফেনী জর্জ কোর্টের অ্যাডভোকেট মিজানুর রহমান সেলিম। নির্বাচনের সার্বিক পরিচালনায় ছিলেন প্রেসক্লাব ২০২৩ সালের কমিটির সভাপতি নুরুল আলম খাঁন ও সাধারণ সম্পাদক আজকের পত্রিকার এমাম হোসেন এমাম।

এই বিভাগের আরোও খবর

Logo