নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের অভিযানে তিন ফসলি জমিতে পুকুর খননের অপরাধে একটি এক্সোভেটর (ভেকু) জব্দ করা হয়েছে।
সঙ্গীয় ফোর্স সহসহকারী কমিশনার (ভ‚মি) মোঃ বোরহানউদ্দিন মিঠুর নেতৃত্বে বৃহষ্পতিবার উপজেলার চান্দাই ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় আব্দুল হাকিমের পুত্র উকিল উদ্দিনের পুকুর থেকে এক্সোভেটরটি জব্দ করে প্রথমবারের মত উপজেলা পরিষদ চত্বরে আনা হয়।এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষে সেখানে সমবেত হয়ে লরি থেকে এক্সোভেটর নামানোর দৃশ্য পর্যবেক্ষণ করে স্বাধুবাদ জানান নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ওই সময় দিনব্যাপি পরিচালিত অভিযানের তিক্ত অভিজ্ঞতার কথাবর্ণনা করেন সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ বোরহানউদ্দিন মিঠু।