দুমকিতে প্রথম শিক্ষক মিলন মেলা

এম আমির হোসাইন প্রকাশিত: ২৮ জানুয়ারী , ২০২৪ ০৫:৪৫ আপডেট: ২৮ জানুয়ারী , ২০২৪ ০৫:৪৫ এএম
দুমকিতে প্রথম শিক্ষক মিলন মেলা
পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রথমবারের মত উৎসবমুখর পরিবেশে শিক্ষক মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল’র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রথমবারের মত উৎসবমুখর পরিবেশে শিক্ষক মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল’র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পবিপ্রবির ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী। সংবর্ধিত অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার, ঢাকার ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মমতাজ সাহানারা ও দক্ষিণ সুদান আইপিটেক লিমিটেড’র সিইও প্রযুক্তিবিদ কামরুল ইসলাম সাগর (সিআইপি) উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে পবিপ্রবির সাবেক ডীন প্রফেসর আ. ক. ম মোস্তফা জামান, পবিপ্রবির রেজিস্ট্রার, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা আ্#৩৯;লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উপস্থিত ছিলেন।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo