নিয়ামতপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

সবুজ সরকার প্রকাশিত: ৩১ অক্টোবর , ২০২৪ ১৭:৩৪ আপডেট: ৩১ অক্টোবর , ২০২৪ ১৭:৩৪ পিএম
নিয়ামতপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
নিয়ামতপুর উপজেলায় চলতি রবি মৌসুমে রবি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে কৃষি বিভাগ।

নিয়ামতপুর উপজেলায় চলতি রবি মৌসুমে রবি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে কৃষি বিভাগ।বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের হল রুমে সার-বীজ বিতরণ কর্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ। এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: কামরুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুদ্দোহা ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: শফিউল আলম। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, আমন ধান কাটার পর ব্যাপক রবি মৌসুমে গম,ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ,মসুর, খেসারি ও অড়হর চাষে পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায় কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।উল্লেখ্য যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ হাজার ৭৬০ জন প্রান্তিক কৃষক এ কর্মসূচীর আওতায় আনা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo