বুড়িমারী স্থলবন্দরে ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ

মোঃ নুর ইসলাম প্রকাশিত: ৬ অক্টোবর , ২০২৪ ১৩:৪৪ আপডেট: ৬ অক্টোবর , ২০২৪ ১৩:৪৪ পিএম
বুড়িমারী স্থলবন্দরে ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ
দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত গ্রহণের এরকম একটা চিঠি পেয়েছি। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আমাদের অফিস খোলা থাকবে ও দপ্তরের দাপ্তরিক কাজ চলবে।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দর সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ ফারুক হোসেন সিন্টু এবং বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব পলাশ আজকে (০৬ অক্টোবর)  এসব তথ্য নিশ্চিত করেছেন। আজ রবিবার দুপুরে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস এর সহকারী কমিশনার এ এস এম আকরাম সম্রাট বলেন-  আগামী বুধবার  ৯ অক্টোবর থেকে সোমবার ১৪ অক্টোবর পর্যন্ত ৬ দিন বুড়িমারী স্থলবন্দর দিয়ে দুই দেশের  আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত গ্রহণের এরকম একটা চিঠি পেয়েছি। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আমাদের অফিস খোলা থাকবে ও দপ্তরের দাপ্তরিক কাজ চলবে।

তবে আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হবে।বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব পলাশ বলেন- স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও  ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

এই বিভাগের আরোও খবর

Logo