ফিলিস্তিনে বর্বর হামলা ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে কাঠালিযায় বিক্ষোভ মিছিল
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ফিলিস্তিনে বর্বর হামলা ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার বিনাপানি বাজারে তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনে বর্বর হামলা ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বিনাপানি বাজারের প্রদক্ষিন করে একই স্থানে সমাবেশে মিলিত হন।
এ সময় বক্তব্য রাখেন, হযরত মাওলানা মোঃ ফারুক আহম্মেদ, মোঃ জুলফিকার আলী, ক্বারি মোঃ শাহদাত হোসেন, মোঃ মোস্তফা জামাল, মোঃ আবু মুসা ও মোঃ শহীদুল ইসলাম প্রমূখ। বক্তারা মুসুলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলি পন্য বর্জনের জন্য আহবান জানান।