ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা

মোঃ সেলিম মিয়া প্রকাশিত: ৩০ মে , ২০২৪ ১১:০২ আপডেট: ৩০ মে , ২০২৪ ১১:০২ এএম
ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা
ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে ফুলবাড়ীয়া উপজেলায় ১২৫ কেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিরতিহীনভাবে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়,বিকেল ৪টায় শেষ হয়।

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে ফুলবাড়ীয়া উপজেলায় ১২৫ কেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিরতিহীনভাবে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়,বিকেল ৪টায় শেষ হয়।

উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (হারুন) ঘোড়া প্রতিকে ৩৮ হাজার ৬২ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ডাঃ কামরুজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৩০৪ ভোট। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. রাকিবুল ইসলাম রাকিব মাইক প্রতীকে ৪৮ হাজার ৫২৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ কামরুজ্জামান (ভিপি জামান) তালা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৬২৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সংগীতা রানী সাহা কলস প্রতীকে ৩৮ হাজার ৯৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্ব›দ্বী পারভীন সুলতানা হাস প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ২৮২ ভোট। ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ তাজুল রায়হান ।

এই বিভাগের আরোও খবর

Logo