ফেইসবুকে ভারতবিরোধী লাইভ করায় ভিসা বাতিল

মোঃ নুর ইসলাম প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর , ২০২৪ ১৫:৩৯ আপডেট: ১৭ সেপ্টেম্বর , ২০২৪ ১৫:৩৯ পিএম
ফেইসবুকে ভারতবিরোধী লাইভ করায় ভিসা বাতিল
রোববার (১৫ সেপ্টেম্বর) টুরিস্ট ভিসায় ভ্রমণ শেষ করে বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশ আসার সময় চ্যাংরাবান্দা ইমিগ্রেশন পুলিশ আলমগীরকে আটক করে। তার সাথে থাকা সফরসঙ্গীরা চ্যাংরাবান্দা ইমিগ্রেশন মারফত বাংলাদেশ আসার পর বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশ চ্যাংরাবান্দা ইমিগ্রেশন পুলিশের সাথে যোগাযোগ করলে আলমগীর শেখকে আটকের বিষয়টি নিশ্চিত হয়।

লালমনিরহাটের পাটগ্রামে ভারত ভ্রমণে গিয়ে ফেইসবুকে ভারতবিরোধী লাইভ করায় আলমগীর শেখ আলম (৩৫) নামে এক যুবকের ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ। আলমগীর শেখ আলম পাটগ্রাম পৌর শহরের জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে।

রোববার (১৫ সেপ্টেম্বর) টুরিস্ট ভিসায় ভ্রমণ শেষ করে বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশ আসার সময় চ্যাংরাবান্দা ইমিগ্রেশন পুলিশ আলমগীরকে আটক করে। তার সাথে থাকা সফরসঙ্গীরা চ্যাংরাবান্দা ইমিগ্রেশন মারফত বাংলাদেশ আসার পর বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশ চ্যাংরাবান্দা ইমিগ্রেশন পুলিশের সাথে যোগাযোগ করলে আলমগীর শেখকে আটকের বিষয়টি নিশ্চিত হয়।

ইমিগ্রেশন পুলিশ জানায় - ৩ সেপ্টেম্বর আলমগীর শেখ আলম ভারতে ঘুরতে যান। সেখানে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভারতবিরোধী লাইভ করায় ভারতের নিরাপত্তা কর্মকর্তাদের নজরে আসে। ভ্রমণ শেষে চ্যাংরাবান্দা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ফেরত আসার সময় আটক করে কয়েকঘন্টার জিজ্ঞাসাবাদের পর ভিসা বাতিল করে বাংলাদেশে পাঠানো হয়।

আলমগীর শেখ আলমের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ভারতের আগ্রার তাজমহলে গিয়ে একটি লাইভে বলেন, ১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করছেন,পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বলেন, রোববার রাত ১০ টায় চ্যাংরাবান্দা কর্তৃপক্ষ আটককৃত আলমগীর শেখ আলমকে তদন্ত শেষে ভিসা বাতিল করে আমাদের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo