মাদারীপুরের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে অর্ধশত আহত হয়েছে। সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামসহ পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে। বিভিন্ন সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামসহ পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন গ্রামে একটি পাগলা কুকুর রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন মানুষকে কামড়ানো শুরু করে। এতে অর্ধ শতাধিক মানুষকে কামড়িয়ে গুতর জখম করে।
কুকুরের কামড়ে গুরুতর জখম হয়েছে কমপক্ষে ৫০ জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও অনেকেই স্থানীয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। হোগলপাতিয়া গ্রামের শামীম নামে একজন কুকুরের কামড়ে আহত রোগী জানান, কিছু বুঝে ওঠার আগেই একটি পাগলা কুকুর আমাকে সহ আমার আশেপাশের আরো ১০-১৫ জনকে কামড়ায়। হাবিব নামে আরেক রোগী জানান, পাগলা কুকুরটির সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। কোনোভাবেই তাকে ঠেকানো যাচ্ছে না।
তানিয়া নামে এক রোগী জানান, একটি পাগলা কুকুরের কাছে আমরা অসহায়। কামড়ে মাংস ছিড়ে ফেলছে। এই কুকুরটাকে মেরে ফেলা উচিত। মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার রিয়াজ মাহমুদ জানান, কুকুরে কামড়ের অর্ধশত রোগী এখানে চিকিৎসা নিয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেকেই ভর্তি করা হয়েছে। কুকুরে কামড়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সবাইকে।