বাড়ির দরজায় পোস্টার লাগিয়ে চাঁদা দাবীর অভিযোগ

মোঃ এরশাদ আলী প্রকাশিত: ৯ নভেম্বর , ২০২৩ ১২:৫৪ আপডেট: ৯ নভেম্বর , ২০২৩ ১২:৫৪ পিএম
বাড়ির দরজায় পোস্টার লাগিয়ে চাঁদা দাবীর অভিযোগ
আদমদীঘিতে বাড়ির দরজায় পোস্টার লাগিয়ে চাঁদা দাবীর অভিযোগ।

আদমদীঘিতে বাড়ির দরজায় পোস্টার লাগিয়ে চাঁদা দাবীর অভিযোগ।  বগুড়ার আদমদীঘিতে ক্ষুদ্র ব্যবসায়ী নয়ন হোসেন ও কৃষক জামিল হোসেন নামের দুই ব্যক্তির বাড়ির দরজায় পোাস্টার লাগানোর ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার জিনইর গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

ক্ষুদ্র ব্যবসায়ী নয়ন হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির মূল দরজা খুলে দেখতে পান একটি পোস্টার লাগানো রয়েছে। সেখানে লেখা ছিলো ‘দুই দিনের মধ্যে বলাকার মোটরের হাউজের মধ্যে পাঁচ হাজার টাকা রাখবি, তা না হলে মাগরিবের নামাজের পর তোর রক্ত বের হয়ে যাবে’। কে বা কারা পোস্টার লাগিয়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবী করেন। পরিবারের লোকজনদের জানানোর পর তারা আতঙ্কিত হয়ে পড়েন।

কৃষক জামিলের স্ত্রী জানান, তাদের সাথেও একই রকম ঘটনা ঘটেছে। তবে তাদের শয়ন ঘরের দরজায় পোস্টার লাগিয়ে টাকা চাওয়া হয়েছে। এঘটনায় তিনিও আতঙ্কিত হয়ে পড়েছেন। আদমদীঘি থানার এসআই ফেরদৌস হোসেন জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একটি কাগজে হাতে লিখে পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo