বান্দরবান সেনা জোনের উদ্যোগে জাতীয় শিশু দিবস উপলক্ষে মানবিক সহায়তা প্রদান

মোঃ ইসমাইল ইমন প্রকাশিত: ১৭ মার্চ , ২০২৪ ১০:৫৭ আপডেট: ১৭ মার্চ , ২০২৪ ১০:৫৭ এএম
বান্দরবান সেনা জোনের উদ্যোগে জাতীয় শিশু দিবস উপলক্ষে মানবিক সহায়তা প্রদান
বান্দরবান পার্বত্য জেলায় সেনা জোন কর্তৃক প্রান্তিকলেক অনাথালয়ে মানবিক সহায়তা প্রদান করা হয়।প্রতি বছরের ন্যায় এবারও বান্দরবান সেনা জোনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানাবিধ কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে প্রান্তিকলেক অনাথালয়ের শিশুদের জন্য শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কাপড়,স্কুল ব্যাগ,শিক্ষা সহায়ক সামগ্রী ও একদিনের উন্নত মানের খাবার প্রদান করা হয়েছে।

বান্দরবান পার্বত্য জেলায় সেনা জোন কর্তৃক প্রান্তিকলেক অনাথালয়ে মানবিক সহায়তা প্রদান করা হয়।প্রতি বছরের ন্যায় এবারও বান্দরবান সেনা জোনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানাবিধ কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে প্রান্তিকলেক অনাথালয়ের শিশুদের জন্য শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কাপড়,স্কুল ব্যাগ,শিক্ষা সহায়ক সামগ্রী ও একদিনের উন্নত মানের খাবার প্রদান করা হয়েছে।

বাংলাদেশে প্রতি বছর ১৭ মার্চ পালিত হয় ‘জাতীয় শিশু দিবস’। ১৯৯৬ সালে প্রথম বাংলাদেশে জাতীয় শিশু দিবস পালন করা হয়। আজকের শিশুই আগামী দিনের সক্ষম নাগরিক। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর স্নেহ ছিল অপরিসীম। শিশুদের খুবই ভালোবাসতেন তিনি। তার জন্মদিনে তিনি শিশুদের সঙ্গে কাটাতে পছন্দ করতেন। ওইদিন শিশুরা দল বেঁধে তাকে শুভেচ্ছা জানাতে যেতো। এসব সার্বিক বিষয় বিবেচনা করে তার জন্মদিনটাতে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়েছিল। 

আজ ১৭ই মার্চ রবিবার সকাল ১০ টায় বান্দরবান সেনা জোন কর্তৃক প্রান্তিকলেক অনথালয়ে মানবিক সহায়তা প্রদান করেছে। মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশীদ বলেন ,বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম শুভ জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের শিশুদের জন্য এই সামান্য আয়োজন এর মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় ও অসহায় শিশুদের মানসিক আনন্দ প্রদান করবে। এই শিশুরাই আমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। তাদেরকে সুষ্ঠু পরিবেশে মানসিক বিকাশের সহায়তা প্রদান করতে হবে। সেনা জোনের এই সহায়তার পাশাপাশি ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠানটিতে সর্বমোট ৩৫ জন শিক্ষার্থী রয়েছে। সেনা জোন কর্তৃক ৩৫টি স্কুল ব্যাগ, ৩৫ সেট শিক্ষা সহায়ক সামগ্রী,৩৫টি গেঞ্জি এবং একদিনের তিন বেলার উন্নত মানের খাবার সরবরাহ করা হয়। এছাড়াও দুইটি ক্রিকেট ব্যাট, বল এবং চকলেট বিতরণ করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo