বৈষম্য বিরোধী আন্দোলনে মুন্নার হত্যাকারী ছাত্রলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার।

মোস্তক আহম্মেদ বাবু প্রকাশিত: ২৯ জানুয়ারী , ২০২৫ ২০:০০ আপডেট: ২৯ জানুয়ারী , ২০২৫ ২০:০০ পিএম
বৈষম্য বিরোধী আন্দোলনে মুন্নার হত্যাকারী ছাত্রলীগ নেতা  অস্ত্রসহ গ্রেপ্তার।
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে নিহত মুন্না হত্যা মামলায় জেলা ছাত্রলীগ নেতা মোঃ আল আমিন হোসেন-কে অস্ত্রসহ গ্রেফতার করেছে,মেট্রোপলিটন পুলিশে -র একটি চৌকোস টিম।

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে নিহত মুন্না হত্যা মামলায় জেলা ছাত্রলীগ নেতা মোঃ আল আমিন হোসেন-কে অস্ত্রসহ গ্রেফতার করেছে,মেট্রোপলিটন পুলিশে -র একটি চৌকোস টিম। পুলিশ সূত্রে জানা যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) নিয়ন্ত্রণের কর্মকর্তা মোঃ শিবলী কায়সার। তিনি জানান,মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন কোতোয়ালি থানার একটি চৌকস দল নগরীর বাবু পাড়ায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আল আমিন হোসেন-কে গ্রেফতার করে। তিনি স্টেশনের বাবু পাড়ার মৃত দুলাল মিঞার পুত্র, তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।মোঃ শিবলী আরও জানান,আল আমিন বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত মুন্না হত্যা এবং গুলিতে আহত বিএনপি নেতা মামুন হত্যাচেষ্টার এজাহারভুক্ত আসামি।  উল্লেখ্য যে তিনি রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ছাত্র আন্দো - লন দমাতে,বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে,ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি।  এ বিষয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার,মোঃ মজিদ আলী জানান,হত্যা মামলার আসামি,এবং অপরাধীরা যেখা -নেই আছে। সেখান থেকেই তাদেরকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করছি,এবং জিরো টলারেন্স ফলো করা হচ্ছে। 

এই বিভাগের আরোও খবর

Logo