ব্রিজ ভেঙ্গে পড়েছে পাঁচ গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৬ অক্টোবর , ২০২৩ ০৭:৩২ আপডেট: ২৬ অক্টোবর , ২০২৩ ০১:৫৬ এএম
ব্রিজ ভেঙ্গে পড়েছে পাঁচ গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ
যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া বৈদ্যানাথ তলার ব্রিজ ভেঙ্গে পড়েছে পাঁচ গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ। যশোর সদর উপজেলার ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া বৈদ্যানাথ তলার ব্রিজ ভেঙ্গে পড়েছে। ব্রিজ ভেঙ্গে পড়ায় ওইগ্রামের মানুষকে হাশিমপুর হয়ে চার থেকে পাঁচ মাইল ঘুরে গ্রামে পৌঁছাতে হচ্ছে।

যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া বৈদ্যানাথ তলার ব্রিজ ভেঙ্গে পড়েছে পাঁচ গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ। যশোর সদর উপজেলার ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া বৈদ্যানাথ তলার ব্রিজ ভেঙ্গে পড়েছে। ব্রিজ ভেঙ্গে পড়ায় ওইগ্রামের মানুষকে হাশিমপুর হয়ে চার থেকে পাঁচ মাইল ঘুরে গ্রামে পৌঁছাতে হচ্ছে।

এতে করে পাঁচবাড়িয়া গ্রামসহ চার গ্রামের মানুষের চলাচলের ক্ষেত্রে চরম দুভোগ পোহাতে হচ্ছে বলে গ্রাম বাসিদের অভিযোগ।গ্রামবাসি জানান, পাঁচবাড়িয়া বৈদ্যানাথ তলার ব্রিজ চার গ্রামের মানুষ সহ শিক্ষার্থীরা বিদ্যালয়ে সবসময় আসা যাওয়ার সহজ পথ ছিল। এই ব্রিজ দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা বিদ্যালয়ের আসা যাওয়া করে। একই সাথে সরকারি ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষ যাতায়াত করে কাশিমপুর ইউনিয়ন ইছালি ইউনিয়ন এবং লেবুতলা ইউনিয়নের অনেক লোক যশোর শহরে যাতায়াত করে। ব্রিজটি ভেঙ্গে পড়ায় কোমলমতি শিশুরা স্কুলে যাতায়াত করতে অনেক সমস্যা হয়েছে । তাদের পানি ঝাপিয়ে স্কুলে যেতে হচ্ছে ৷

স্থানীয় লোকজনদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৈদ্যনাথ তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম জানান তার স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রি এই ব্রিজ পার হয়ে আসা যাওয়া করে। ব্রিজ দিয়ে শিক্ষার্থীরা সহজেই স্কুলে আসা যাওয়া করে। ব্রিজ ভেঙ্গে পড়ায় এখন শিক্ষার্থীদের পশ্চিম পাশের খালের মধ্য দিয়ে আধা কিলোমিটার হেটে স্কুলে আসতে হচ্ছে। ভাঙ্গা ব্রিজের এক পাশে কিছু অংশ মাটি ভরাট করায় কেউ কেউ সেখান দিয়ে ঝুঁকির মধ্যদিয়ে হেটে স্কুলে আসছে। বিশেষ করে পাঁচবাড়িয়া ভ‚মি অফিসের জমি জমা সংক্রান্ত কাজে এ পথেই যাতায়াত কতে সমস্যা হয়েছে।

হাফিজুরহমান নামে আরেক বাসিন্দা জানান ব্রিজটি ভেঙ্গে পড়ায় তাদের পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দাদের চার থেকে পাঁচ কিলোমিটার ঘুরে শহরে আসাযাওয়া করতে হচ্ছে। একই সাথে কাশিমপুর লেবুতলা ইউনিয়ন সহ চার গ্রামের মানুষকে অনেক পথ ঘুরে আসাযাওয়া করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ সকরে রাাতে বেলা চরাচলে বেশি সমস্যা হচ্ছে। তাদেরকে হাশিমপুর হয়ে চার থেকেত পাঁচমাইল ঘুরে আসাযাওয়া করতে হচ্ছে। অন্য গ্রামের মানুষদের আরো বেশি মাইল ঘুরে আসা যাওয়া করতে হচ্ছে। তাই গ্রামবাসি ব্রিজ নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিনের মোবাইলে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি। 

এই বিভাগের আরোও খবর

Logo