মোড়েলগঞ্জে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ এপ্রিল , ২০২৫ ১২:৩০ আপডেট: ১৭ এপ্রিল , ২০২৫ ১২:৩০ পিএম
মোড়েলগঞ্জে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ও  মসজিদুল আকসা পুনরুদ্ধারে এবং মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে মোড়েলগঞ্জের হোগলাপাশা ইউনিয়নে বুধবার (১৬ এপ্রিল ২০২৫) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বৌলপুর বাজার থেকে শুরু হয়ে  মহিষপুরা  মোড়ে ( বাসস্ট্যান্ড) শেষ হয়। সে খানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এ সময় বক্তারা বলেন, আমরা ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জাতিসংঘের কাছে হামলা বন্ধের পদক্ষেপ গ্রহনের জন্য আহবান জানাই। আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে চাই। সর্বোপরি দেশবাসীকে ইসরাইলের  সকল পান্য বর্জনের অনুরোধ করছি। বিক্ষোভ মিছিলে দল মত নির্বিশেষে সব শ্রেনির মানুষ অংশ গ্রহণ করেন। 

এই বিভাগের আরোও খবর

Logo