শোর শহরের দড়াটানার ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যশোর পৌরসভা। শহরের যানজট মুক্ত করার জন্য এ অভিযান করা হয়েছে বলে জানান পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন।
তিনি জানান ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরা রাস্তা দিয়ে চলাচল করে। এজন্য শহরে যানজটের সৃষ্টি হয় । সে লক্ষ্যে ব্রিজের পূর্ব ও পশ্চিম পশ্চিম পাশ থেকে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। সেই সাথে ভৈরব হোটেলের সামনে দিয়া ছাউনি অপসারণ করা হয়েছে। যাতে করে ফুটপথ দিয়ে পথচারীরা চলাচল করতে পারে। ফুট পথ দিয়ে পথচারীরা চলাচল করলে শহরে আর যানজট হবে না।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব নেতৃত্ব দেন যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার আবু নাছির।
এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।