যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তা কল্যাণ সমিতির দ্বি-বাসিক নির্বাচন

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৭ ডিসেম্বর , ২০২৩ ১১:২৯ আপডেট: ২৭ ডিসেম্বর , ২০২৩ ১১:২৯ এএম
যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তা কল্যাণ সমিতির দ্বি-বাসিক নির্বাচন
২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বোর্ডের উপসহকারী-প্রকৌশলী কামাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপসচিব জাহানারা খাতুন ৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন

যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তা কল্যাণ সমিতির দ্বি-বাসিক নির্বাচন বুধবার বিকেলে অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে  জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন ভোট গণনায় ৩০ ভোট বৈধ হয়। ১ ভোট বাতিল হয়েছে।

২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বোর্ডের উপসহকারী-প্রকৌশলী কামাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপসচিব জাহানারা খাতুন ৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। 

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহসভাপতি শাহ জামান, সাধারণ সম্পাদক মুজিবুল হক, সহ-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ সাইমা সিরাজ, দপ্তর সম্পাদক আরিফ হোসেন, সদস্য সাইফুল ইসলাম, জুলফিকার আলী বাচ্চু, রহমত আলী হোসেন ও নীলুফা সুলতানা। 

নির্বাচন পরিচালনা করেন সাংগঠনের সাবেক সভাপতি মাকসুদ আল হাবিব বাপু ও সাধারণ সম্পাদক আশাফুদ্দৌলা টিটো।

এই বিভাগের আরোও খবর

Logo