লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি-৯০ ব্যাচের বন্ধুদের সংগঠন বন্ড-নাইন্টি নামক সংগঠনের পক্ষ থেকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।শনিবার (৯ মার্চ) রায়পুর উপজেলা পরিষদ সংগঠনটির পক্ষ থেকে হতদরিদ্র ও মেধাবী ও শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
এসএসসি ৯০ ব্যাচের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুরাদ পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ।প্রতি বছরের ন্যায় এবারও ১৮ জন মেধাবী ও হতদরিদ্র শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান হয়।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, শিক্ষা বৃত্তি প্রদানের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করি।
সভাপতির বক্তব্যে মুরাদ বলেন, সকলের আন্তরিক পরামর্শ নিয়ে এই সংগঠনকে একটি সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নিতে চাই বহুদূর।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন এসএসসি ৯০ ব্যাচের শিক্ষার্থী ও সংগঠনের সদস্য এমরান হোসেন, জাকির হোসেন (সোহেল), শামছুল আলম, আবু তাহের,সেলিম হোসেন, আরমান হোসেন, ওমর ফার“ক, পার্থ সারথী পাল, বিধু মজুমদার, বাবুল হোসেন, বলরাম দেবনাথ ও কার্তিকসহ অনেকে।