২৩ আগস্ট, ২০২৪ ইং রোজ শুক্রবার বেলা ১২ঃ০০ ঘটিকায় রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলার স্থানীয় উত্তর ইয়ারিংছড়ি এলাকায় বন্যা কবলিত পরিবারের মধ্যে লংগদু উপজেলা জামায়াতে ইসলামী রান্নাকৃত খাদ্য বিতরণ কর্মসূচী পালন করে।
উক্ত খাদ্য বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা জামায়াতের আমীর জনাব মাওলানা মোঃ নাছির উদ্দীন, নায়েবে আমীর জনাব মাওলানা এএলএম সিরাজুল ইসলাম এবং শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি জনাব মোঃ মঞ্জুরুল হক, মাওঃ ফয়েজ আহমেদ ও মোঃ মতিউর রহমান।
এছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং লংগদু প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্য বিতরণ কর্মসূচীর পুর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন বলেন ভারী বৃষ্টি এবং পানি নিষ্কাষন হতে না পারার কারনে লংগদু, বাঘাইছড়ি, দিঘিনালার বিভিন্ন এলাকা আজপানিতে ভাসছে। হাজার হাজার মানুষ, নিরীহ গবাদি পশু, যাবতীয় সহায়-সম্পদ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন। জানিনা এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কি পরিমান হয়েছে। এ অবস্থায় আসুন, আপনি আমি এবং আমরা বিপন্ন মানবতার পাশে দাঁড়াই। যার যা আছে তাই নিয়েই তাদের পাশে দাঁড়াই, সাহায্যের হাত বাড়িয়ে দিই। তিনি সমাজের সকল বিত্তবানদের বন্যাকবলিত মানুষের পাশে দাড়ানোর অনুরোধ জানান।
পরিশেষে মহান রাব্বুল আলামীনের দরবারে হৃদয় গলিয়ে দোয়া করেন, আল্লাহ তা'য়ালা যেন এই বৃষ্টি এবং পানিকে গজবের কারণ না বানান। রহমতের ওসিলা হিসেবে পরিবর্তন করে দেন। হে আল্লাহ! আসমানকে আপনি মেহেরবানী করে থামান এবং জমিনকে আমাদের জন্য উপকারী বানিয়ে দেন। আমাদেরকে এ বিপদ থেকে আপনি রক্ষা করুন। আমাদের উপর রহম করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। দোয়া ও মোনাজাতের পর খাদ্য বিতরণের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত হয়।