ফরিদপুরের সদরপুরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু কাটার দায়ে এক বালু ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার আল মামুন।
১৪ অক্টোবর সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া মাদ্রাসা ঘাট থেকে শেখ হায়দারের পুত্র শেখ হাসান (৩৫) নামের এক বালু ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসান দীর্ঘদিন ধরে নদ-নদী, খাল, বিলসহ বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু কেটে আসছিলো। বালু কাটার বিষয়ে তার বিরুদ্ধে অনেক আগে থেকেই এলাকাবাসী অভিযোগ জানিয়ে আসছে। সেইসব অভিযোগের ভিত্তিতে আজ বালু কাটা অবস্থায় তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আল মামুন জানান, অবৈধ ডেজার বন্ধে আমরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছি, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।