সাবেক খাদ্যমন্ত্রী কামরল ইসলামের বিরুদ্ধে পঞ্চগড়ের আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের

গৌরব কুমার দাস প্রকাশিত: ১ অক্টোবর , ২০২৪ ১৫:১৮ আপডেট: ১ অক্টোবর , ২০২৪ ১৫:১৮ পিএম
সাবেক খাদ্যমন্ত্রী কামরল ইসলামের বিরুদ্ধে পঞ্চগড়ের আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের
সোমবার (৩০ সেপ্টেম্বর) পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী আদম সুফি মামলার শুনানির পর এসব তথ্য নিশ্চিত করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে এই ধরনের মানহানিকর বক্তব্য এবং সংবাদ প্রকাশ তাদের সম্মানহানি করেছে এবং তাদের পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ করেছে।

সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম এবং করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হকের বিরুদ্ধে পঞ্চগড়ের আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য এবং তা করতোয়া পত্রিকায় প্রকাশের অভিযোগে মামলাটি করা হয়েছে।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক মো. ইউনুস শেখ এই মামলাটি দায়ের করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, কামরুল ইসলাম ২০১০ সালের ২১ মে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক সভায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পাকিস্তানের চর হিসেবে উল্লেখ করে মন্তব্য করেন। এছাড়াও তিনি বলেন, জিয়াউর রহমানের কারণে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত হয়েছে, যা জাতির জন্য ক্ষতিকর। ওই বক্তব্যটি পরবর্তীতে দৈনিক করতোয়া পত্রিকায় প্রকাশ করা হয়, যা ইউনুস শেখকে মর্মাহত করে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী আদম সুফি মামলার শুনানির পর এসব তথ্য নিশ্চিত করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে এই ধরনের মানহানিকর বক্তব্য এবং সংবাদ প্রকাশ তাদের সম্মানহানি করেছে এবং তাদের পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ করেছে।

মামলার এজাহারে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে দেওয়া এই ধরনের মিথ্যা ও মানহানিকর বক্তব্য কোনো প্রমাণ ছাড়া প্রকাশ করা হয়েছে। এতে বিএনপি পরিবারের একজন সদস্য হিসেবে বাদী ইউনুস শেখের ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। 

এই বিভাগের আরোও খবর

Logo