সাম্প্রদায়িক গোষ্ঠির আক্রমণে নিহত আহমদীয়া কিশোরের জানাযা পঞ্চগড়ে অনুষ্ঠিত

গৌরব কুমার দাস প্রকাশিত: ১০ নভেম্বর , ২০২৪ ১৮:১৬ আপডেট: ১০ নভেম্বর , ২০২৪ ১৮:১৬ পিএম
সাম্প্রদায়িক গোষ্ঠির আক্রমণে নিহত আহমদীয়া কিশোরের জানাযা পঞ্চগড়ে অনুষ্ঠিত
আহমদীয়া মুসলিম জামাতের সদস্য নিহত কিশোর শাহরিয়ার রাকিনের জানাযা আজ ৯ নভেম্বর ২০২৪ পঞ্চগড়ের আহমদীয়া জলসা মাঠে দুপুর ১২.১০মিনিটে অনুষ্ঠিত হয়। এর আগে ৮ নভেম্বর রাতে তার প্রথম জানাযা ঢাকাস্থ আহমদীয়া মুসলিম জামাতের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

আহমদীয়া মুসলিম জামাতের সদস্য নিহত কিশোর শাহরিয়ার রাকিনের জানাযা আজ ৯ নভেম্বর ২০২৪ পঞ্চগড়ের আহমদীয়া জলসা মাঠে দুপুর ১২.১০মিনিটে অনুষ্ঠিত হয়। এর আগে ৮ নভেম্বর রাতে তার প্রথম জানাযা ঢাকাস্থ আহমদীয়া মুসলিম জামাতের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।উল্লেখ্য গত ৫ আগস্ট, ২০২৪ সরকার পরিবর্তনের পরপরই কতিপয় উগ্র ধর্মীয় আগ্রাসীর আক্রমণে সারা বাংলাদেশের বেশ কয়েকটি স্থানে আহমদীয়া মুসলিম জামা’তের সদস্যদের উপর আক্রমণের ঘটনা ঘটে। এর মধ্যে ৫ আগস্ট বিকেলে পঞ্চগড়ের আহমদনগরে আহমদীয়া মুসলিম জামা’তের মসজিদ এবং শতাধিক ঘরবাড়ি এবং স্থাপনায় আক্রমণ এবং ২২ জনকে আহত করা হয়। উল্লেখ্য যে, উক্ত আক্রমণের ঘটনায় কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিলো না, বরং প্রশাসন বা সরকারের অনুপস্থিতির সুযোগে ধর্মীয় উগ্রবাদীদের দ্বারা উল্লেখিত আক্রমণ সমূহ সংঘটিত হয়।পঞ্চগড়ের আক্রমণে আহতদের মধ্যে ১৬ বছরের কিশোর শাহরিয়ার রাকিন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তাকে প্রথমে স্থানীয় পঞ্চগড় সরকারী হাসপাতাল, অতঃপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেষে ডাক্তারের পরামর্শে ঢাকায় দ্রুত স্থানান্তরিত করা হয়। বিগত ৭ আগস্ট থেকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ল্যাবএইড হাসপাতাল এবং পুণরায় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে দীর্ঘ তিনমাস নিবিড় পর্যবেক্ষণ এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় ৮ নভেম্বর, ২০২৪ সকাল সাড়ে দশটায় নিউরো সায়েন্স হাসপাতালে তার মৃত্যু ঘটে। আহমদীয়া মুসলিম জামা’ত শাহরিয়ার রাকিনের মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ করছে এবং এহেন বর্বরোচিত সাম্প্রদায়িক আক্রমণের তীব্র নিন্দা ও বিচার দাবি করছে।

এই বিভাগের আরোও খবর

Logo