সিএনজি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩

মোহাম্মদ সাগর আহমেদ প্রকাশিত: ২৯ নভেম্বর , ২০২৩ ১০:০০ আপডেট: ২৯ নভেম্বর , ২০২৩ ১০:০০ এএম
সিএনজি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩
নেত্রকোনার পূর্বধলায় সিএনজি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন যাত্রীর মৃত্যু হয়েছে। একজন ঘটনাস্থলে ও অপরজন উপজেলা হাসপাতালে মৃত্যু হয়। এখন পর্যন্ত তাদের জানা যায়নি। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া বামনখালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনার পূর্বধলায় সিএনজি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন যাত্রীর মৃত্যু হয়েছে। একজন ঘটনাস্থলে ও অপরজন উপজেলা হাসপাতালে মৃত্যু হয়। এখন পর্যন্ত তাদের জানা যায়নি। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া বামনখালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, শরাফত আলী, পারভেজ আলী ও হাসান মিয়া। এর মধ্যে দু’জনের বাড়ি নারায়ণগঞ্জ ও একজনের বাড়ি সিরাজগঞ্জ জেলার গুনেরগাতী এলাকায়।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ৫ যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা নেত্রকোনার দূর্গাপুরের উদ্দেশে রওনা হয়। সিএনজিটি পূর্বধলা উপজেলা সদর ইউনিয়নের আতকাপাড়া এলাকায় পৌঁছালে দূর্গাপুর থেকে আসা একটি বালুবাহী ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও অন্য জনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে এবং বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo