সীতাকুণ্ডের গণমানুষের জন্য কাজ করতে চান লায়ন ইমরান

মোঃ ইসমাইল ইমন প্রকাশিত: ১১ অক্টোবর , ২০২৩ ১১:১১ আপডেট: ১১ অক্টোবর , ২০২৩ ১১:১১ এএম
সীতাকুণ্ডের গণমানুষের জন্য কাজ করতে চান লায়ন ইমরান
বাংলাদেশের প্রাচীন জনপদ সীতাকুণ্ডকে নিয়ে নিজের কিছু স্বপ্নের কথা জানালেন শিল্পপতি লায়ন মোহাম্মদ ইমরান। তিনি বলেন, সৎ ইচ্ছে থাকলে সমুদ্রবেষ্টিত এই সীতাকুণ্ডকে বিশ্বের অন্যতম পর্যটন নগরী করে গড়ে তোলা সম্ভব। একই সাথে জাহাজকাটা শিল্পকে আধুনিকরণসহ সীতাকুণ্ডের শিল্পাঞ্চলগুলোকে নিয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করে সীতাকুণ্ডকে দেশের র অন্যতম অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।

বাংলাদেশের প্রাচীন জনপদ সীতাকুণ্ডকে নিয়ে নিজের কিছু স্বপ্নের কথা জানালেন শিল্পপতি লায়ন মোহাম্মদ ইমরান। তিনি বলেন, সৎ ইচ্ছে থাকলে সমুদ্রবেষ্টিত এই সীতাকুণ্ডকে বিশ্বের অন্যতম পর্যটন নগরী করে গড়ে তোলা সম্ভব। একই সাথে জাহাজকাটা শিল্পকে আধুনিকরণসহ সীতাকুণ্ডের শিল্পাঞ্চলগুলোকে নিয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করে সীতাকুণ্ডকে দেশের র অন্যতম অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।

মঙ্গলবার রাতে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে চিটাগাং রিপোর্টার্স ফোরামের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি সীতাকুণ্ডকে একটি আধুনিক উপজেলায় রূপান্তরিত করতে চাই। ইতিমধ্যে মানুষের ঘরে ঘরে গিয়েছি, তাদের অভাব অভিযোগের কথা শুনেছি। যদি আওয়ামী লীগ আমাকে সুযোগ দেয় আমি জনগণের জন্য কাজ করতে চাই।

চিটাগাং রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে মতবিনিময় সভায় সীতাকুণ্ডেরে সাবেক উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ ইকরাম, সি- প্লাসের সম্পাদক আলমগীর অপু, ফোরামের সাধারণ সম্পাদক আমাদের নতুন সময়ের বিশেষ প্রতিনিধি আলীউর রহমান, ফোরামের সহ-সম্পাদক গ্লোবাল টিভির চট্টগ্রাম প্রধান গোলাম মাওলা মুরাদ, ফোরামের সাংগঠনিক সম্পাদক ও ক্লিক নিউজের সম্পাদক জালালউদ্দিন সাগর, ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক এটি এন নিউজের ব্যুরো প্রধান মনিরুল ইসলাম পারভেজ, ফোরামের কোষাধ্যক্ষ ডেইলি ইন্ডাস্ট্রির ব্যুরো প্রধান আইয়ুব আলী, ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, নির্বাহী সদস্য জুবায়ের সিদ্দিকী, শাহ আজম, আলী আহমেদ শাহীন, যায় যায় দিনের স্টাফ রিপোর্টার নুরুউদ্দিন সাগর বক্তব্য রাখেন।

লায়ন মোহাম্মদ ইমরান বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে সে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে সরকার ঘটনের বিকল্প নেই। সভাপতির বক্তব্যে কাজী আবুল মনসুর বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের জন্য উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তা পালন করে যাচ্ছেন। কিন্ত অনেক ক্ষেত্রে দূর্নীতি উন্নয়নের জন্য বড় বাধা হয়ে দাড়াচ্ছে। দেশে সৎ রাজনীতিবিদের প্রয়োজন। বাংলাদেশে অনেক রাজনৈতিক নেতা আছেন, কিন্ত রাজনীতিবিদ নেই। তিনি বলেন, সাংবাদিকরা সবসময় ভালো মানুষের পক্ষে থাকেন।

এই বিভাগের আরোও খবর

Logo