কাপাশডাঙ্গা গ্রামে রাস্তা-ঘাটের বেহাল দশা

মো:আজাহারুল ইসলাম প্রকাশিত: ১৮ অক্টোবর , ২০২৩ ১১:১৩ আপডেট: ১৮ অক্টোবর , ২০২৩ ০৬:২৬ এএম
কাপাশডাঙ্গা গ্রামে রাস্তা-ঘাটের বেহাল দশা
এলাকাবাসী জানাই যে কাপাশডাঙ্গা নামক গ্রামের গ্রহনখালি নামক জায়গাই (১) কিলোমিটার কাঁচা মাটির রাস্তা রয়েছে সেখানে বৃষ্টির সময় মানুষের চলাচলের অনুপোযোগী হয়ে যায়।

এলাকাবাসী জানাই যে কাপাশডাঙ্গা নামক গ্রামের গ্রহনখালি নামক জায়গায়  (১) কিলোমিটার কাঁচা মাটির রাস্তা রয়েছে সেখানে বৃষ্টির সময় মানুষের চলাচলের  অনুপোযোগী হয়ে যা। এ বাংলাদেশের বহু আলোচিত রামপাল পাওয়ার প্লান্ট সেখানে অবস্থিত। রামপাল পাওয়ার প্লান্টে কাজের জন্য ঐ রাস্তা দিয়ে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ শ্রমিক যাতায়াত করে। এ ছাড়াও বিভিন্ন সময় পাওয়ার প্লান্টের বিভিন্ন মালামাল আনা নেওয়া করা হয়।

এ সময় এলাকাবাসী বলে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও জনপ্রতিনিধিদের এই বিষয় তাদের অনেক বার বলছি কিন্তু তার শুধু  বলে আগামী বাজাটে হবে  আমরা জানতে চাই আগামী বাজটে কবে হবে এবং এলাকাবাসী একটু শান্তি পাবে।
 

এই বিভাগের আরোও খবর

Logo