তালতলীতে প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন

কাওসার হামিদ প্রকাশিত: ৭ এপ্রিল , ২০২৪ ০৯:০০ আপডেট: ৭ এপ্রিল , ২০২৪ ০৯:০০ এএম
তালতলীতে প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন
বরগুনার তালতলীতে দীর্ঘ এক যুগ পরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন হয়েছে। এতে প্রশান্ত কুমার কির্ত্তনীয়কে আহবায়ক ও মো. জাহাঙ্গীর কবির কে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয় জেলা কমিটি।

বরগুনার তালতলীতে দীর্ঘ এক যুগ পরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন হয়েছে। এতে প্রশান্ত কুমার কির্ত্তনীয়কে আহবায়ক ও মো. জাহাঙ্গীর কবির কে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয় জেলা কমিটি।

শনিবার (০৬ এপ্রিল) উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি এ কমিটির আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন। এর আগে গত ৩১ মার্চ (রবিবার) জেলা কমিটির সভাপতি এ.কে.এম জিল্লুর হাকিম ও সম্পাদক গোলাম সরোয়ার ননী’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জানা গেছে, একযুগ আগে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়। এর পরে গত তিন বছর আগে সভাপতি ও সাধারন সম্পাদক পর্যায়ক্রমে আবসরে যায়। এতে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যক্রম ঝিমিয়ে পড়ে। কে হবেন উপজেলার প্রাথমিক শিক্ষকদের সভাপতি ও সম্পাদক এ নিয়ে শিক্ষকদের মধ্যে বিভিন্ন আলোচনা ও সমালোচনা চলছিলো।

চলতি বছরের ৩১ মার্চ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত ৩৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেন। এতে উত্তর বেহেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়েল প্রাধান শিক্ষককে প্রশান্ত কুমার কির্ত্তনীয়াকে আহবায়ক ও সুন্দারীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর কবিরকে সদস্য সচিব করে ৩৩ সদস্যের কমিটি ঘোষনা দেয়। এই আহবায়ক কমিটির মেয়াদ দেওয়া হয়েছে ১৮০ দিন। এর পরে সংক্রিয়ভাবে এই কমিটি বাতিল হয়ে যাবে বলো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হয়। এতে পদ বঞ্চিত শিক্ষক নেতারা সোস্যাল মিডিয়া ফেসবুকে প্রেস বিজ্ঞপ্তিটি পোষ্ট করে কমিটি বাতিলের দাবি করেন।

জেলা কমিটির সভাপতি এ.কে.এম জিল্লির হাকিম বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৮০ দিন পরে সকল শিক্ষকদের নিয়ে একটি সম্মেলনের মাধ্যমে সুন্দর একটি কমিটি গঠন করা হবে। তখন পদ বঞ্চিত ঐ সকল শিক্ষক পদ পাবেন বলে আশাকরি।

এই বিভাগের আরোও খবর

Logo