নকলায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাম :রেজাউল হাসান প্রকাশিত: ১৫ এপ্রিল , ২০২৪ ০৭:০১ আপডেট: ১৫ এপ্রিল , ২০২৪ ০৭:০১ এএম
নকলায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা কোর্ট চত্ত্বর মুক্তমঞ্চ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের প্রধান মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। তারপর  উপজেলা মুক্ত মঞ্চে পান্তা ভাত খাবারের আয়োজন করা হয়। পান্তা ভাত ব্যাপক উৎসাহ উদ্দীপনা মাধ্যমে  পান্তা ভাত,সাথে পাট শাক,আলু ভর্তা,চেপা শুটকি ভর্তা,শুকনো মরিচ,পিয়াজ দিয়ে উপস্থিত সকলের মাঝে পরিবেশন পরিবেশন করা হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়।

এ মঙ্গল শোভাযাত্রায়  নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন,উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন,  নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া, উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ সহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক/শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। 

 এছাড়াও নকলা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।

এই বিভাগের আরোও খবর

Logo