বঙ্গবন্ধু মানুষের মৌলিক চাহিদা সংরক্ষণ করে গেছেন:- প্রতিমন্ত্রী পলক

মো সেতাউর রহমান প্রকাশিত: ১৬ জুন , ২০২৪ ০৮:৩৪ আপডেট: ১৬ জুন , ২০২৪ ০৮:৩৪ এএম
বঙ্গবন্ধু মানুষের মৌলিক চাহিদা সংরক্ষণ করে গেছেন:- প্রতিমন্ত্রী পলক
পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম সারাদেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। সেই ক্লিনিক থেকে ৩৪ রকমের ওষুধ সাধারণ মানুষকে দেওয়া হতো। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার এসে তা বন্ধ করে দেন। হাজার হাজার কমিউনিটি ক্লিনিক অকেজো হয়ে পড়ে। তারা ভয় পেলেন এ ক্লিনিক থেকে লাখ লাখ মানুষ স্বাস্থ্যসেবা পেলে যদি পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন। সেই ভয়ে তারা পুরো প্রকল্প বন্ধ করে দেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু মানুষের মৌলিক চাহিদা সংরক্ষণ  করে গেছেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নিশ্চিত করেছেন।

শনিবার (১৫ জুন) দুপুরে সিংড়া উপজেলা ডাহিয়া ইউনিয়নে পুনঃনির্মিত ডাহিয়া কমিউনিটি ক্লিনিকের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাঁচটি মৌলিক চাহিদা দেশের মানুষকে রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করতে চেয়েছিলেন। স্বাধীনতার পর পবিত্র সংবিধানে উল্লেখ করেছিলেন। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা পায় তাহলে সরকারের কাছে তার কিছু চাওয়া থাকে না। বঙ্গবন্ধু এ বিষয়টা ৫৩ বছর আগে উপলব্ধি করতে পেরেছিলেন। আজ ১৯৪ রাষ্ট্রে যে দলিল তৈরি হয়েছে তা বঙ্গবন্ধুর ৫৩ বছর আগের পরিকল্পনা সারাবিশ্ব জাতিসংঘ তা গ্রহণ করেছেন।

বঙ্গবন্ধু সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ জননেত্রী শেখ হাসিনা পূরণ করছেন।

পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম সারাদেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। সেই ক্লিনিক থেকে ৩৪ রকমের ওষুধ সাধারণ মানুষকে দেওয়া হতো। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার এসে তা বন্ধ করে দেন। হাজার হাজার কমিউনিটি ক্লিনিক অকেজো হয়ে পড়ে। তারা ভয় পেলেন এ ক্লিনিক থেকে লাখ লাখ মানুষ স্বাস্থ্যসেবা পেলে যদি পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন। সেই ভয়ে তারা পুরো প্রকল্প বন্ধ করে দেন।

পলক আরও বলেন, ১৯৯৬ সালে জনগণের ভোটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর থেকেই শেখ হাসিনা মানুষের উন্নয়নে কাজ করে চলেছেন। ঈদে ভিজিএফের চাউল, টিসিবির তৈল, চিনি, ডাল মানুষ পাচ্ছেন। প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিশু ভাতা প্রদান করছেন। সিংড়ার মানুষের জন্য ২ হাজারের বেশি বিনামূল্যে উপহারের ঘর প্রদান করেছেন। 

এসময় উপস্থিত ছিলেন—সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হামীমা তাবাসসুম প্রভা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, ডাহিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন মামুনসহ অনেকে।

এর আগে মুজিব কিল্লাহ ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ডাহিয়ায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ফসল সংগ্রহ ও মজুদ কেন্দ্র এবং থ্রেশিং ফ্লোর নিমার্ণ কাজের উদ্ধোধন করেন।

এই বিভাগের আরোও খবর

Logo