মুন্সীগঞ্জের শ্রীনগরে ইয়াবাসহ গ্রেপ্তার এক

আল আমিন প্রকাশিত: ৬ মার্চ , ২০২৪ ১৩:৫৩ আপডেট: ৬ মার্চ , ২০২৪ ১৩:৫৩ পিএম
মুন্সীগঞ্জের শ্রীনগরে ইয়াবাসহ গ্রেপ্তার এক
মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার এলাকা থেকে ৭ হাজার ৭ শতপিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।এসময় তার কাছ থেকে একটি ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।মঙ্গলবার দুপুর দিকে র‌্যাব-১০ এর মিডিয়া পরিচালক সহকারী পুলিশ সুপার এম.জে.সোহেল এ তথ্য নিশ্চিত করেন।

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার এলাকা থেকে ৭ হাজার ৭ শতপিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।এসময় তার কাছ থেকে একটি ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।মঙ্গলবার দুপুর দিকে র‌্যাব-১০ এর মিডিয়া পরিচালক সহকারী পুলিশ সুপার এম.জে.সোহেল এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম মোঃ মুসা(৩৫),সে শ্রীনগর উপজেলার পশ্চিম পাড়া এলাকার মোঃ আমিনুল দুকাছির ছেলে।র‌্যাব মিডিয়া সূত্রে জানা গেছে,গতকাল সোমবার বিকেল ৫ টার দিকে র‌্যাব-১০এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার শ্রীনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।এই অভিযানে ৭ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মুসা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।এসময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত  একটি ইজিবাইক ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।পরে শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল তায়েবির জানিয়েছেন,আজ দুপুরের দিকে তাকে আদালতে পেরণ করা হয়েছে।সে একজন পেশাদার মাদক ব্যবসায়ীর।সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জের শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

এই বিভাগের আরোও খবর

Logo