র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে শুক্রবার সকালে যশোরে বিশ^ পানি দিবস উদযাপন করা করা হয়েছে । শান্তির জন্য পানি প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোর।
এ উপলক্ষে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন পানির অপচয় রোধ করে সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। কারণ অনেক স্থানের একটু গরম বেশি পড়লে নলকুপে পানি উঠে না। তখন মানুষকে দুর্ভোগে পড়তে হয়। আমরা যদি পানির সঠিক ব্যবহার করি তাহলে পানি সংকট থাকবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক স্যানিটেশন উন্নয়ন ও তথ্য কর্মকর্তা ফিরোজ উদ্দীন, এডাবের সহসভাপতি শাহাজান নানু প্রাইড যশোরের নির্বাহী পরিচালক উজ্জল কুমার বালা। এসময় উপ¯ি’ত ছিলেন, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রিজিবুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা তরুর হোসাইন, সহকারী কৃষিকর্মকর্তা জাহিদ হাসান প্রমুখ।
এর আগে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন