সিলেট জেলার বিয়ানীবাজারের একশত শীতার্ত রিকশাচালকসহ প্রায় তিন শতাধিক শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন রোটারি ক্লাব অব বিয়ানীবাজার। বুধবার (৩১ জানুয়ারী) সকাল ১১টায় বিয়ানীবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে এবারের শীতে তৃতীয়বারের মতো কম্বল বিতরণ করেছেন সংগঠনের দায়িত্বশীলরা। এদিন সংগঠনের পক্ষ থেকে বিয়ানীবাজার উপজেলায় কর্মরত একশজন রিকশাচালক ও শ্রমিকসহ প্রায় তিন শতাধিক শীতার্ত মানুষকে উষ্ণতার ছোয়া দিতে কম্বল উপহার দেওয়া হয়।
সিলেট জেলার বিয়ানীবাজারের একশত শীতার্ত রিকশাচালকসহ প্রায় তিন শতাধিক শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন রোটারি ক্লাব অব বিয়ানীবাজার। বুধবার (৩১ জানুয়ারী) সকাল ১১টায় বিয়ানীবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে এবারের শীতে তৃতীয়বারের মতো কম্বল বিতরণ করেছেন সংগঠনের দায়িত্বশীলরা। এদিন সংগঠনের পক্ষ থেকে বিয়ানীবাজার উপজেলায় কর্মরত একশজন রিকশাচালক ও শ্রমিকসহ প্রায় তিন শতাধিক শীতার্ত মানুষকে উষ্ণতার ছোয়া দিতে কম্বল উপহার দেওয়া হয়।
পিপি কামাল হোসেনের সঞ্চালনায় ও ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. আবু ইসহাক আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, প্রজেক্ট স্পন্সর বিআরএস ট্রাস্ট, বিয়ানীবাজার এর পৃষ্ঠপোষক আলহাজ্ব বাজিদুর রহমান, ক্লাবের যুক্তরাজ্য প্রবাসী সদস্য প্রফেসর এম এ মালিক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই উপজেলায় যোগদানের পর থেকেই রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের কর্মকাণ্ড তিনি অবলোকন করছেন। এ ক্লাব সম্পর্কে বিস্তারিত জেনে তাঁর আরও ভালো লাগছে। তিনি ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তার চেয়ে মানুষের কর্মসংস্থানের প্রতি নজর দিতে ক্লাবের নেতৃবৃন্দকে পরামর্শ দেন।
বিশেষ অতিথি জামাল হোসেন তাঁর বক্তব্যে বলেন, সম্প্রতি এ ক্লাবটির কর্মকান্ড বিয়ানীবাজার ছাড়িয়ে পার্শ্ববর্তী উপজেলাগুলোতে ছড়িয়ে পড়েছে যা বিয়ানীবাজার উপজেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে। তিনি ক্লাবের সবাইকে শুভকামনা জানান।
অপর বিশেষ অতিথি ক্লাবের প্রবাসী সদস্য প্রফেসর এম এ মালিক জানান, এ ক্লাবটির সাথে পথচলা অল্পদিনের হলেও ক্লাবটির কর্মকান্ডে তিনি অভিভূত। এ ক্লাবটিকে নিয়ে তাঁর বিশেষ পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।প্রজেক্ট স্পন্সর আলহাজ্ব বাজিদুর রহমান তাঁর বক্তব্যে বিআরএস ট্রাস্টকে সহযোগীতার জন্য রোটারি ক্লাব বিয়ানীবাজারের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হুমায়ুন কবীর আকিল, ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট সালেহ আহমদ, পিপি এমরান হোসেন, প্রেসিডেন্ট নমিনী হাসান আহমদ, কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর আলাল উদ্দিন ও সদস্য দিবাকর পাল।
এসময় আরও উপস্থিত ছিলেন পিপি নজরুল ইসলাম, ক্লাব সেক্রেটারি দেলওয়ার হোসেন, ক্লাব ট্রেজারার মো. জানে আলম, ইয়ুথ সার্ভিস ডাইরেক্টর সাব্বির আহমদ, ইনকামিং ট্রেজারার শাবুল ইসলাম, সদস্য ডা. আব্দুস সালাম মুক্তা, আব্দুল হাদী, কাওসার আহমদ,আব্দুল হামিদ প্রমুখ।অনুষ্ঠানের শেষাংশে অতিথিদের শুভেচ্ছা উপহার তুলে দেন ক্লাবের দায়িত্বশীলরা।
উল্লেখ্য, এবারের শীতে প্রথম ধাপে বিয়ানীবাজার ও বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দুঃস্থ রোগীসঅহ দুই উপজেলার কিছু ভাসমান ও ছিন্নমূল মানুষকে এবং দ্বিতীয় ধাপে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদে কর্মরত ইমাম ও মুয়াজ্জিনকে শীতের কম্বল উপহার দেওয়া হয়।