সাভারে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস -২০২৪

জেমস রানা বিশ্বাস প্রকাশিত: ২৩ অক্টোবর , ২০২৪ ১৮:৩৭ আপডেট: ২৩ অক্টোবর , ২০২৪ ১৮:৩৭ পিএম
সাভারে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস -২০২৪
ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সাভারে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪।

ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সাভারে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪।মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সাভার উপজেলা প্রশাসন ও বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের আয়োজনে উপজেলা পরিষদের বিজয় একাত্তর সন্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় বিআরটিএ ঢাকা জেলা মোটরযান পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আবুবকর সরকার।প্রধান অতিথির বক্তব্যে আবুবকর সরকার বলেন, প্রশাসনের একার পক্ষে সড়ক দুর্ঘটনা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়। তবে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই যাত্রী, চালক, পথচারীসহ সকলকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।এ সময় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদাসহ উপজেলা প্রশাসন ও বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo