দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে হোমনা থেকে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গড়া সংগঠন "পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ
হোমনা(পুসার)২০২৪-২০২৫ এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।৩৯ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো:রাশিদুল ইসলাম রাশেদ(বশেমুরবিপ্রবি) সাধারণ সম্পাদক সামসুল আলম অনিক(নোবিপ্রবির)।
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে হোমনা থেকে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গড়া সংগঠন "পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ
হোমনা(পুসার)২০২৪-২০২৫ এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।৩৯ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো:রাশিদুল ইসলাম রাশেদ(বশেমুরবিপ্রবি) সাধারণ সম্পাদক সামসুল আলম অনিক(নোবিপ্রবির)।
এছাড়াও অন্যান্য সদস্যের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ইফতেফার রেজা সোহাগ(ঢাবি),মেহেদী হাসান শাকিল(খুবি),আল মামুন(হাবিপ্রবি)যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাইদুল ইসলাম(চবি),সিয়াম আহমেদ(কুবি), রাসেল আহমেদ(ববি) সালাউদ্দিন (বশেমুরবিপ্রবি) সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান(চবি)ইউসুফ জামান অনিক(জবি)মাহমুদুল হাসান(জাবি)দপ্তর সম্পাদকসাইফুল ইসলাম(ঢাবি)অর্থ বিভাগে আমিরুল ইসলাম (ঢাবি),বাবুল আহমেদ(কুবি),রায়হান উদ্দিন(রাবি)প্রচার বিভাগে রিফাত আদনান (কুবি),তাহাসিন কবির(চুয়েট) তথ্য,গবেষণা ও শিক্ষা বিভাগে ওয়ালিদ নিহাদ(জাককানইবি)সাইমুম ইসলাম(চুয়েট) মিনহাজ উদ্দিন(রাবি)অয়নদ্বীপ মন্ডল(SOMC) ছাত্রী কল্যান বিভাগে জয়নব আরা পাপড়ি(ঢাবি)আদিবা আহামাদ(ঢাবি) সমাজকল্যণ ও সংস্কৃতি বিভাগে রাহাত রানা(ঢাবি)সজিব আহমেদ(ঢাবি)কার্যকরি সদস্য জান্নাতুল ফেরদৌস(জাবি)মেহেদি হাসান(নোবপ্রবি)খাদির খান(খুবি)সাদমীম ইসলাম অর্ক(বশেমুরকৃবি)মো:মহিউদ্দিন(SSHMC)অঙ্কন দেবনাথ(BUP)নুরুল্লাহ খান(বুটেক্স)সিনিথিয়া জাহান(ঢাবি)কোহিনুর আক্তার(SSHMC)মাইপা মেহেজাবিন(CUMC)মো:মেহেদি হাসান(চবি)শহিদুল ইসলাম প্রান্ত(চবি)রকিবুল ইসলাম (চবি)।
এ প্রসঙ্গে নবগঠিত কমিটির সভাপতি মো:রাশিদুল ইসলাম বলেন;পুসা,হোমনা উপজেলার মেধাবীদের একমাত্র সংগঠন।এ সংগঠনের দায়িত্ব নিতে পেরে গর্ববোধ করছি।হোমনার শিক্ষার প্রসারে বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের যেকোন সমস্যায় পুসা সবসময় পাশে থাকবে।এছাড়াও উপজেলার শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তিক কার্যক্রম যেমন বৃক্ষরোপন কর্মসূচি,ক্যারিয়ার প্লানিং কর্মশালা ইত্যাদি নানান শিক্ষামূলক কর্মকান্ডে এ সংগঠন যুক্ত থাকবে।সাধারণ সম্পাদক সামসুল আলম অনিক বলেন;আমি মনে করি এই সংগঠনের হাত ধরে হোমনা উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীরা তাদের শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সহায়ক সব রকমের সর্বোচ্চ সুবিধা লাভ করবে ইনশা আল্লাহ্।