চট্টগ্রাম জেলা প্রতিনিধি
কোরবানির বর্জ্য পরিস্কারে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, সাত ঘন্টার মধ্যে নগরীকে কোরবানির বর্জ্যমুক্ত করার জন্য প্রস্তুতি নিয়েছি আমরা৷ পশুর নাড়ি-ভুড়ি নেয়ার জন্য পলিথিন সরবরাহ করা হবে৷ এছাড়া, চামড়া ব্যবসায়ীদের সাথে আমরা সভা করেছি৷ আশা করি এবার চামড়া নষ্ট হয়ে পরিবেশ বিনষ্ট হবেনা৷”
৩০ ঘন্টা ব্যাপী গোটা লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী সাংবাদিক ও দেশের স্বনামধন্য ও শীর্ষ জাতীয় ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডে এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এস এম আবুল বরকত আকাশ, প্রকাশ এস এম আকাশ গণমাধ্যমকে পাঠানো তাৎক্ষণিক এক সংবাদ বিবৃতিতে জানান, সাংগঠনিক ভাবে পরিচিত মোহাম্মদ আলী নামের এক ছোট ভাই এর আহবানে বালুচরা এলাকায় কেনার জন্য একটি জমি দেখতে যান
করোনাকালীন জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে রোগী সেবায় দূরসাহসিক নেতৃত্বদানকারী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর ভাইস প্রেসিডেন্ট মানবিক যোদ্ধা ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরীর নেতৃত্বে গতকাল ১২জুন (বুধবার) বিকেলে হাসপাতাল পরিদর্শন করেন ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক দেশ বরণ্য সাংবাদিক মুনীর চৌধুরী, হাসপাতালের আই,সি ইউ, সার্জারী বিভাগ সহ বিভিন্ন বিভাগের রোগীদের খোঁজ খবর নেন, হাসপাতালে চিকিৎসা সেবা সহ বিভিন্ন বিষয় নিয়ে ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের উপদেশ মূলক দিক নির্দেশনা দেন এবং অসহায় গরিব রোগীদের বিল জাকাত ও দরিদ্র তহবিল হতে সংস্থাপন করেন হাসপাতালে ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার লায়ন জাবেদ আবছার চৌধুরী।
বর্ণিত মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বর্ণিত মামলার পলাতক আসামি সোলাইমান ও তার সহযোগী জামাল হোসেন ওরফে মানিক চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গতকাল ১২ জুন বুধবার রাত আনুমানিক ১২ টার দিকে বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে সন্দিগ্ধ আসামি ১। সোলাইমান @ সলোমান (৫২),২। জামাল হোসেন ওরফে মানিক (৪১), আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত মামলার সাথে জড়িত পলাতক আসামি এবং মামলা রুজু হওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল মর্মে স্বীকার করে।
বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটরিয়ামে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মুরাদনগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আহসানুল আলম কিশোর বলেন,মুরাদনগর উপজেলার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের আস্থার প্রতিদান দিবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় মুরাদনগরকে আরো কিভাবে আধুনিক উপজেলায় রুপান্তর করা যায় সেই চেষ্টা করবো। মারাদনগরের সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের পাশে থেকে মুরাদনগরকে একটি স্মার্ট উপজেলা বিনির্মানে কাজ করে যাবো ।
র্যাব-৭, চট্টগ্রাম উল্লেখিত জলদস্যুদের আত্মসমর্পণের পর থেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সহ বিভিন্ন সময়ে তাদেরকে ঈদ সামগ্রী উপহার এবং প্রণোদনা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় ১২ জুন (বুধবার ) বেলা ১২:৩০ মিনিটের সময় মহাপরিচালক, র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণ করা আলোর পথের অভিযাত্রীদের মাঝে র্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তন হল, বাঁশখালী চট্টগ্রামে পবিত্র ঈদ-উল-আযহা-২০২৪ উপলক্ষে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবনধারার উপর বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে।
সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় আসতে হলে বেশ পড়াশোনা করতে হয়।তিনি আরো বলেন, হলুদ সাংবাদিকতা নিমূর্ল করতে বাংলাদেশ প্রেস কাউন্সিল বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। মূলধারার সাংবাদিকদের সংবাদ করতে গিয়ে যাতে অসুবিধায় পরতে না হয় সেজন্য বর্তমানে সাংবাদিক হওয়ার আবেদন করলে তাকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। তাছাড়া যারা স্নাতক পাশ করেনি কিন্তু ৫-১০ বছর ধরে কাজ করছে তাদের ক্ষেত্রে এ নিয়ম শিথিলযোগ্য করা হয়েছে, তবে সেক্ষেত্রে তাদের কাজের শুরুর যোগদান পত্র উপস্থাপিত করতে হবে।
উক্ত সভায় আসন্ন ঈদুলআজহা উপলক্ষ্যে চট্টগ্রাম শহরের দামপাড়া, অলংকার, একে খান, কাটগড়, অক্সিজেন মোড়, বহদ্দার হাট, কদমতলী টার্মিনালসহ বিভিন্ন স্থান হতে ছেড়ে যাওয়া ও আগত মোটরযানের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা এবং মোটরযানের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া লক্কর-ঝক্কর গাড়ি, ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল বন্ধ করে বিকল্প উপায়ে হয়রানিমুক্তভাবে যাত্রীপরিবহনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। আসন্ন ঈদের আগে ও পরে মহাসড়কে পণ্যবাহী ভারি গাড়ি চলাচল বন্ধের বিষয়ে সভায় আলোচনা হয়। এছাড়াও দুর্ঘটনা এড়াতে পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন প্রতিরোধের বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়। যেসব গার্মেন্টস কারখানা তাদের শ্রমিকদের ঈদযাত্রায় রিজার্ভ বাস ভাড়া করবেন সেগুলোর তালিকা বিআরটিএ’র সহযোগিতায় যাচাইবাছাইয়ের জন্য সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগকে দেওয়ার বিষয়েও সভায় ফলপ্রসূ আলাপ হয়।