চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বৃক্ষ রোপণের গুরুত্ব অনুধাবন করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ থেকে ৫২ বছর আগে ১৯৭২ সালে ১৬ জুলাই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করেন। এবং তিনি প্রত্যেককে বৃক্ষরোপণের আহ্বান জানান।
স্থানীয় মুদ্রা চালুর ক্ষেত্রে সহযোগিতামূলক প্রচেষ্টা, নীতি উদ্ভাবন এবং কৌশলগত চুক্তির মাধ্যমে আরও স্থিতিস্থাপক এবং সমন্বিত আঞ্চলিক অর্থনীতির পথ প্রশস্ত করা সম্ভব। অতএব, সার্কভুক্ত দেশে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করলে অর্থনীতি আরো শক্তিশালী হবে।
জানা গেছে, গত ২৭ জুন ভিকটিম তার মাকে নিয়ে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে কলেজে আসেন। প্রবেশপত্র সংগ্রহ করতে দেরি হচ্ছে দেখে তিনি মাকে বাসায় পাঠিয়ে দেন। মা বাসায় চলে গেলে তিনি পদার্থ বিজ্ঞান ভবনের ওয়াশরুমে যান। সেখান থেকে বের হওয়ার সময় তার আরেক সহপাঠীর সঙ্গে দেখা হয় সহপাঠির সঙ্গে ওয়াশরুমের সামনে কথা বলতে দেখে অভিযুক্ত ওই পিয়ন মানিক।
সু-নির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জুয়ার ছবি ও ভিডিও সংগ্রহ করে জাতীয় দৈনিক সময়ের কাগজ পত্রিকায় ৮ জুলাই ২০২৪ ইং তারিখে "চট্টগ্রামে চলছে জমজমাট জুয়ার আসর,নেপথ্যে সমাজকল্যাাণ ও পুলিশ কর্মকর্তা" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
পুলিশ কমিশনার প্রারম্ভিক বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একাত্তরের বীর শহিদগণ, বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকগণের বিভিন্ন সুপরামর্শ সাদরে গ্রহণ করবেন বলে জানান।
বাহার কমিউনিটি সেন্টারের চতুর্থ তলার পুরো ফ্লোর ভাড়া নিয়ে সেখানে ডেকোরেশন ও ঝলমলে আলোকসজ্জায় সজ্জিত করে জুয়ার আসর জমিয়েছে সমাজ কল্যাণ অফিসার নাজমুল ও এক পুলিশ সাব ইন্সপেক্টর ইসমাইল হোসেন। অনুসন্ধানে ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ দুই দুই বছর যাবৎ বাহার কমিউনিটি সেন্টারে সমাজ কল্যাণ কর্মকর্তা নাজমুল ও পুলিশ এস আই পরিচয়ে ইসমাইল খন্দকার এই জুয়ার আসর বসিয়ে সন্ধ্যা থেকে সকাল অবধি জুয়ার আসর চালিয়ে যাচ্ছে।
ওয়াশিং কারখানা গুলির পরিবেশ ছাড়পত্র ও ইটিপি থাকা বাধ্যতামূলক থাকলেও কোন কিছুর তোয়াক্কা না করে কর্নফুলী ওয়াশিং কারখানা বীরদপে চালিয়ে যাচ্ছে আজ দীর্ঘ দশ থেকে বারো বছর যাবৎ। দেখে ও না দেখার মত বিভিন্ন প্রশাসন কে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছেন এই কর্ণফুলি ওয়াশিং কারখানা। বন্দর শহর চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে।
তিনি ৬ জুলাই (শনিবার )সকালে চটগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্তব্যরত ডাক্তারদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।তিনি বলেন, আপনারা যদি আমাকে প্রয়োজনীয় সাহায্য করেন তাহলে হাসপাতালের সব সমস্যার সমাধান করার জন্য প্রয়োজনীয় চেষ্টা আমার থাকবে।